মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির মহেশ^রকাটি ভ্রাম্যমান আদালতে সেট মাডিক ও অসাধু ব্যবসায়ীকে জরিমানা
আশাশুনির মহেশ^রকাটি ভ্রাম্যমান আদালতে সেট মাডিক ও অসাধু ব্যবসায়ীকে জরিমানা
আশাশুনি : আশাশুনিতে মহেশ্বরকাটি মৎস্য সেটে ভ্রাম্যমান আদালতে সেট মালিক ও অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ^রকাটি মৎস্য সেটে দীর্ঘদিন যাবৎ ডিজিটাল মিটার ব্যবহার না করে কেজি বাটখারা দিয়ে মাছ ওজন করা হচ্ছিল। সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা সেটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মৎস্য সেটের মালিক অনাঙ্গ কুমার দাশকে কাটা ব্যবসায়ীদের পক্ষে ২০০০ টাকা জরিমানা করা হয়। সাথে সাথে পরবর্তীতে আর কেজি বাটখারা ব্যবহার করা হবে না মর্মে অঙ্গীকার গ্রহণ করা হয়। একই সময় বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশের অপরাধে চায়না ফিসের মালিক কালিপদ সানাকে ৫০০ টাকা ও বিধান সানাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, অফিস সহকারি মোস্তাফিজুর রহমানসহ পুলিশ ফোর্স।