বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
কেশবপুরে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্ত্বরে ৭অক্টোবর দুপুরে উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক স¤পাদক সাংবাদিক উৎপল দে’র পরিচালনায় মানববন্ধন চলাকালীন প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেন শিল্পী উজ্জ্বল ব্যানার্জী, প্রদীপ বসু পল্টু ও এস এম সিরাজুল ইসলাম। কবিতা আবৃতি করেন শিক্ষক স্বপন কুমার মন্ডল।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত হন মুক্তিযোদ্ধা মনি মোহন ধর, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম গাজী, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ স¤পাদক মফিজুর রহমান নান্নু, উপজেলা খেলাঘর আসরের আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব সৈয়দ আকমল আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার খান, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ যুগ্ম স¤পাদক শেখ শাহীন,দপ্তর সম্পাদক মজ্ঞুরুল হোসেন ডবলু, প্রভাষক রহুল আমিন বিশ্বাস, শিক্ষক মতিয়ার রহমান, শ্রমিক নেতা মুজিবর রহমান, কার্তিক রায় , শিল্পী প্রদীপ সিংহ ,মহাদেব সাহা, আব্দুল গণি, সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।