মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুরে ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রদান
কেশবপুরে ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রদান
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারে স্থাপনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ঐ সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপজেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে সোমবার সন্ধ্যায় স্থানীয় পাবলিক ময়দানে প্রধান অতিথি হিসাবে শাহিন চাকলাদার এমপি বঙ্গবন্ধুর ম্যুরাল প্রদান করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জবার সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুরের এমপি শাহিন চাকলাদার। উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হৃদা বাবুর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কোমরপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখদেব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সিঃ সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পলাশ কুমার মল্লিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা,উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাবলু,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম গাজী, কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম,বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ বেগম,কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।