শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পশু ডাক্তারের ভুল চিকিৎসায় মোংলায় দিন মজুরের ছাগল মেরে ফেলার অভিযোগ।
পশু ডাক্তারের ভুল চিকিৎসায় মোংলায় দিন মজুরের ছাগল মেরে ফেলার অভিযোগ।
মোংলা প্রতিনিধিঃ
তিলে তিলে টাকা সঞ্চয় করে মাত্র ১৫ দিন পুর্বে ২৪ হাজার টাকায় ছাগলটি খরিদ করেন মোংলার কবরস্থান রোড়স্থ বাসিন্ধা দিন মজুর মাসুদ রানা। শারিরিক পরিক্ষা করার জন্য ১৩ অক্টোবর সকালে নিয়ে যান মোংলা পশু হাসপাতালে। সেখানে কর্তব্যরত ডাক্তার ওয়াসিম আরমান তখন জানান, ছাগলটির শারিক কোন সমস্যা নেই। প্রয়োজনে ভিটামিন ইনজেকশন দেয়ার পরামর্শদেন। এসময় ডাক্তারের নির্দেশমত পশু হাসপাতালের কর্মচারী শাহ আলম ছাগলের শরিরে ইনজেকশন পুশ করেন। এর পর রাতে ছাগলের একটি পা পুলে যায় আর গায়ের তাপমাত্রা বৃদ্ধি পায়। এর পর ১৪ অক্টোবর আবার মাসুদ রানা তার ছাগলটি নিয়ে ছুটেযান পশু হাসপাতালে। তখনি ডাক্তার আরো একটি ইনজেকশন দেন ছাগলের শরিরে। কিন্ত এতে কোন কাজ হয় না উল্টো ছাগলটির অস্থিরতা শুরু করে। এর পর ১৫ অক্টোবর সকালে ছাগলটিকে আবারও নিয়ে যায় পশু হাসপাতালে। তখন ডাক্তার আরো একটি ইনজেকশন পুশকরান ছাগলের শরীরে।এর পর গভীররাতে ছাগলটি মারা যায়। তিলে তিলে সঞ্চয় করে করে কেনা ছাগলের মৃত্যুর পর দিন মজুর মাসুদ রানা জেন পাগল প্রায়। ছাগলের মৃতদেহটি নিয়ে বিচারের আশায় গুরছেন সবার দুয়ারে দুয়ারে। তার অভিযোগ, শুস্থ ছাগলটি ভিটামিন দেয়ার কথা বলে ডাক্তার মেরে ফেলেছেন।
তবে এ বিষয়ে মোংলা পশু হাসপাতেলের( ভারপ্রাপ্ত) উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ ওয়াসিম আকরাম বলেন,প্রথম দিন ছালটি শুস্থ ছিলো। ছাগল খাবার বেশি খেতে পারবে এমন একটি ভিটামিন ইনজেকশন দিয়ে ছিলাম। পরের দিন ছাগলের শরিরে জ্বর ও পায়ে ব্যাথা দেখা যায়, তাই জ্বর ও ব্যাথা নাশক এন্টিভাইটিক দেয়া হয়। মৃত্যুর কারন তিনি জানাতে পারেননি। নিজেও এর দায় নিতে রাজি হননি।