শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » মোংলায় কবি রুদ্রের ৬৪তম জন্ম বার্ষিকী পালন
মোংলায় কবি রুদ্রের ৬৪তম জন্ম বার্ষিকী পালন
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
দ্রোহী ও রোমান্টি কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ্থর ৬৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে ১৬ অক্টোবর শুক্রবার দিনব্যাপী নানা কর্মসুচি পালিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট, মোংলা সাহিত্য পরিষদ, রুদ্র স্মৃতি সংসদ, সিপিবি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের আয়োজনে এসব কর্মসুচি পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিলো রুদ্রের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, দোয়া-মোনাজাত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার বিকেল ৪টায় মোংলা প্রেসক্লাব চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের আহ্বায়ক সাংবাদিক মোঃ নূর আলম শেখ। স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার কবি কমলেশ মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, সহকারি কমিশনার ( ভূমি ) নয়ন কুমার রাজবংশী, মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, মোংলা সাহিত্য পরিষদের মোঃ মনির হোসেন প্রমূখ। স্মরণানুষ্ঠানে বক্তারা কবি রুদ্রের সাম্যবাদী এবং অসাম্প্রদায়িক চেতনাকে ধারন করে মুক্তিযুদ্ধের আকাংখার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। স্মরণানুষ্ঠানে নাসিরউদ্দিন সাংস্কৃতিক একাডেমী, সুর ও বাণী সংগীত একাডেমী কবি রুদ্রের গান এবং কবিতা পরিবেশন করে। এর আগে শুক্রবার সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা করে কবি রুদ্রের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে দোয়া-মোনাজাত করা হয়