রবিবার ● ১৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দু’ব্যবসায়ীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দু’ব্যবসায়ীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা
পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, বালি ব্যবসায়ী ও বেকারী মালিককে ৫ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম চাঁদখালী গরুর-হাটের পেরিফেরী জায়গা অবৈধ দখলে থাকা আজু সরদার, গফফার সরদার ও ছোট নুনু’র ৩টি ঘর উচ্ছেদ করেন। এ সময় চাঁদখালী বাজারে রাস্তার উপর বালি ফেলে পথচারীদের চলাচলে বিঘœ সৃষ্টির অপরাধে বালি ব্যবসায়ী সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা ও পৌর সদরে অবস্থিত শহিদুল বেকারীতে মেয়াদোত্তীর্ণ কেক রাখার অপরাধে ৫শ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, কানুনগো মোজাম্মেল হোসেন, এস,আই নাজির হোসেন, তৌহিদুল ইসলাম, পেশকার প্রতুল জোয়াদ্দার, চেইনম্যান আরিফ ও খালেক।