রবিবার ● ১৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে পূঁজা উদযাপন পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত
কেশবপুরে পূঁজা উদযাপন পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় মন্দির চত্বরে ৯১ টি মন্দির কমিটির সভাপতি,সাধারণ স¤পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দিন ।
পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ স¤পাদক গৌতম রায় এর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারন স¤পাদক সুকুমার সাহা, প্রচার স¤পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক সহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারণ স¤পাদকবৃন্দ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা তাই স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশিত করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে কোভিড-১৯” বিষয়ে সর্তকতা অবলম্বন করে পূজার অনুষ্ঠান পালনের জন্য সকলের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।