সোমবার ● ১৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » রাজনীতি » রাত পোহালে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন
রাত পোহালে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন
এস ডব্লিউ নিউজঃ
মঙ্গলবার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীলীগের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু নৌকা প্রতিক ও বিএনপি প্রার্থী ডাঃ আব্দুল মজিদ ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে লড়াই করছেন। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠ ও সফল করতে সকল প্রকার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্তা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। । নির্বাচনে ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, দুই প্লাটুন বিজিবি, ৪ সেকশন কোষ্ট গার্ড ও র্যাবের দুটি টিম দায়িত্ব পালন করবে। নির্বাচনী পরিবেশ ভালো। শান্তিপুর্ণ সুষ্ঠ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশাবাদ ব্যক্ত করেছেন।
পাইকগাছা উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলায় মোট ৭৯ টি কেন্দ্রে, ২ লাখ ১৯হাজার ৭১৬ জন ভোটার। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট দিতে সাধারন ভোটারের মধ্যে তেমন কোন সাড়া পড়েনি।ভোটরদের সাথে কথা বলে জানা যায় ভোট কেন্দ্রে যাওয়া বা ভোট দিতে আগ্রহ তেমন একটা নেই।কেন যেন ভোটাররা ভোট দিতে নিরৎসাহী হয়ে পড়েছে। উপজেলার শ্যামনগর গ্রামের ভোটার মিজার সরদার ,মটবাটি গ্রামের আব্দুস সাত্তার বলেন, ভোট কেন্দ্রে কি করতে যাব, গতবার ভোট দিতে যেয়ে ভোট দিতে পারেনি। তাই ভোট দিতে যাওয়ার ইচ্ছা নেই। ভোটাররা যেন ভোট দিতে নিরৎসাহী ও আগ্রহ হারিয়ে ফেলছেন। তবে অনেকে ধারনা করছে নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। গত ১৭ জুলাই গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।আ’লীগ প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু জানান, নির্বাচনের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। বিএনপি প্রার্থী ডাঃ আব্দুল মজিদ বলেন, ভোটাররা ভোট প্রদানের সুযোগ পেলে আমরা জয় লাভ করবো। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেছেন, প্রশাসনের পক্ষ থেকে অবাধ ও সুষ্টু নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে