শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » কবি দুখু বাঙাল ও সাংবাদিক গৌরাঙ্গ নন্দী কাজী ইমদাদুল হক সন্মাননা ২০২০ মনোনিত
কবি দুখু বাঙাল ও সাংবাদিক গৌরাঙ্গ নন্দী কাজী ইমদাদুল হক সন্মাননা ২০২০ মনোনিত
এস.ডব্লিউ নিউজঃ সমকালীন বাংলা সাহিত্যে কবিতায় বিশেষ অবদান রাখায় কবি দুখু বাঙাল ও বাংলা সাহিত্যে প্রবন্ধ ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক গৌরাঙ্গ নন্দী কাজী ইমদাদুল হক সাহিত্য সম্মাননায় মনোনিত হয়েছেন। দুখু বাঙাল ৩০ জন ১৯৫৭ সালে পটুয়াখালী জেলার ছোট ডালিমা গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি পুলিশ ইন্সপেক্টর পদ থেকে অবসর গ্রহন করেন। তিনি বর্তমানে খুলনায় স্থায়ী ভাবে বসবাস করছেন। সাংবাদিক গৌরাঙ্গ নন্দী ২ এপ্রিল ১৯৬৩ সালে খুলনায় জন্ম গ্রহন করেন। তিনি ১৯৮৬ সালে সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৩ সালে এনজিওতে চাকুরি। আবারও ১৯৯৮ সালের শেষের দিকে ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে যোগ দিয়ে সাংবাদিকতার চাকুরিতে ফেরা। ভোরের কাগজ, দৈনিক জনকন্ঠ হয়ে বর্তমানে কালের কন্ঠ-র খুলনা ব্যুরো প্রধান হিসাবে কর্মরত রয়েছেন। ৪ঠা নভেম্বর ২০২০ বুধবার কাজী ইমদাদুল হকের ১৩৯তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠান পাইকগাছা উপজেলা পরিষদ মিলানয়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে মনোনিত ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে বলে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক সম্মাননা পদক প্রদান করা হচ্ছে।