শনিবার ● ২৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » প্রযুক্তি » ফ্রান্সে বাংলাদেশের চন্দ্রনৌকা
ফ্রান্সে বাংলাদেশের চন্দ্রনৌকা
দুই দিকে বাঁকানো দেখতে অনেকটা অর্ধচন্দ্রের মতো করে নৌকাটি বানানো হয়। সে কারণেই নাম সম্ভবত চন্দ্রনৌকা বা চান নৌকা। বিভিন্ন আকারের হয় এই নৌকা। সাধারণত কাঠ দিয়ে এগুলো তৈরী করা হয়। এই নৌকা সাধারণত জেলেরা মাছ ধরার কাজে ব্যবহার করে থাকেন। কক্সবাজারের টেকনাফ, চকরিয়া এবং চট্টগ্রামেও এ ধরনের নৌকা প্রচলিত। প্যারিসের প্রদর্শনীতে স্থান পায় এরকম একটি নৌকা।
‘স্যালন নটিক ইন্টারন্যাশনাল দে প্যারিস’ শিরোনামের এই প্রদর্শনীতে নৌকাটি দেখতে আসেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। ছিলেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশী শিল্পী শাহাবুদ্দীনও। প্রদর্শীতে ৩০টি দেশের ৪৫০টি নৌকা স্থান পায়। গত বছরের ৬ বছরের ৬ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলা ওই প্রদর্শনী এসেছিলেন হাজারও দর্শক যাদের অনেকে নামও জানতেন না বাংলাদেশের। ইভসের নৌকা দেখে তাঁরা জানলেন একটি নতুন দেশের নাম- বাংলাদেশ। ইন্টারনেট