মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » বিচার
বিচার
বিচার
প্রকাশ ঘোষ বিধান
মিথ্যা জিতে গেছে
তাই, উল্লাস আর নাচানাচি
বিবেকের কণ্ঠ চেপে ধরা
সত্য ঢাকা পড়েছে আধাঁরে।
পাওনি তুমি বিচার
চোখে জল টলমল
তবে, তুমি হারোনি।
বিচার তোমার কেড়ে নিলো যে জন
পরাজয় সে বহন করে হৃদয়ে সারাক্ষণ
এ যে কেমন ভার
বোঝে সে জন
যে কেড়ে নিলো তোমার বিচার।