মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সর্বশেষ » মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পাইকগাছার কপিলমুনি সফর
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পাইকগাছার কপিলমুনি সফর
পাইকগাছা প্রতিনিধি ॥
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এক দিনের সফরে ৯ ডিসেম্বর খুলনার পাইকগাছার কপিলমুনিতে আসছেন।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী ঐ দিন দুপুর ১২টায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন, রায় সাহেব বিনোদ বিহারী সাধুর বাড়িতে স্থাপিত রাজাকার ক্যাম্প পরিদর্শন এবং বেলা একটায় মাহমুদকাটি অনির্বাণ লাইব্রেরি পরিদর্শন করবেন। মন্ত্রী বিকাল তিনটায় কপিলমুনি হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান এবং বিকাল পাঁচটায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে চুকনগর ত্যাগ করবেন।অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু , জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রালয়ের সচিব তপন কান্তি ঘোষ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানাগেছে।৯ ডিসেম্বর কপিলমুনি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে বাঙালীর মুক্তিসংগ্রামের এক পর্যায়ে ৬ ডিসেম্বর রাত ১ টা থেকে ৯ ডিসেম্বর সকাল ৮ টা পর্যন্ত মুক্তিযোদ্ধা ও রাজাকারদের সাথে সম্মুখ যুদ্ধে রাজাকার ঘাটি মুক্ত হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন,যুদ্ধ শেষে গনআদালতে প্রকাশ্যে শতাধিক রাজাকারের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। সেই থেকে প্রতিবছর এ দিবসটি পালিত হয়ে আসছে।