শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » মোংলায় মানববন্ধনে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের, বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে হবে
মোংলায় মানববন্ধনে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের, বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে হবে
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশবাসীকে রুখতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তিরাই ভাস্কর্য হামলা এবং ভাঙচুর করছে। মুক্তিযুদ্ধের সময় যেমন দেশবাসী বুকের তাজা রক্ত দিয়ে ঐক্যবদ্ধ ভাবে সাম্প্রদায়িক পাকিস্তানীদের পরাজিত করে দেশ স্বাধীন করেছে প্রয়োজনে তেমনি ভাবে আবারো অন্ধকার শক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ১১ ডিসেম্বর শুক্রবার সকালে মোংলার চৌধুরীর মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ ( পিএফজি ) ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা একথা বলেন।
শুক্রবার সকাল ১১টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার মোংলার উপদেষ্টা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সুভাষ চন্দ্র বিশ্বাস, পৌর আওয়ামীলীগের কাজী গোলাম হোসেন বাবলু, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান পিস এ্যাম্বাসড্র মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার, বিএনপি নেতা আব্দুর রশিদ হাওলাদার, সিপিবি নেতা কমরেড নাজমুল হক, জাতীয় পার্টির এরশাদুজ্জামান সেলিম, কলতান শিল্পী গোষ্ঠির জেম্স শরৎ কর্মকার, নারীনেত্রী কমলা সরকার, পৌর যুবলীগের সভাপতি এস এম কবির হোসেন, শ্রমিকলীগ নেতা নুরুদ্দিন আল মাসুদ, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন প্রমূখ। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক শক্তি মোকাবেলায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিক-সাহিত্যিক-সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।