সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » নারী ও শিশু » কেশবপুরে যৌন হয়রানী ও বাল্যবিবাহ প্রতিরোধে ডায়ালগ অনুষ্ঠিত
কেশবপুরে যৌন হয়রানী ও বাল্যবিবাহ প্রতিরোধে ডায়ালগ অনুষ্ঠিত
এম. আব্দুল করিম, কেশবপুব (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে যৌন হয়রানী, প্রজনন স্বাস্থ্য (এসআরএইচআর) যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটিতে ইন্টারজেনারেশনাল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মানবাধিকার সংগঠন পরিত্রাণ আয়োজনে অনুষ্ঠিতডায়ালগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম. এম. আরাফাত হোসেন। করেনচাইল্ড কোয়ালিশন কেশবপুর উপজেলা শাখার সভাপতি ও কপোতাক্ষ মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক সুফিয়া পারভিন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, দৈনিক প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি দিলীপ কুমার মোদক, দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার সভাপতি সুজন দাস, পুরোহিত ও ভালুকঘর বহুমুখী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত, পরিত্রাণের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার দাস, প্রজেক্ট অফিসার তারেক হাসান (রকি), ভলান্টিয়ার মিনা দাস , সেতু মন্ডল ও রিনা দাস, পরিত্রাণ এর কর্মী তন্দ্রা দত্ত প্রমুখ।