সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » স্বাধীনতা আসেনি মুখের কথায়
স্বাধীনতা আসেনি মুখের কথায়
স্বাধীনতা আসেনি মুখের কথায়
প্রকাশ ঘোষ বিধান
মুখের কথায় আসেনি স্বাধীনতা
কত প্রাণ গেল রক্তে ভেসে
ঘরে বাহিরে রক্তক্ষয়ী যুদ্ধ
আর, তুমি কল্পকাহিনী শোনাও হেঁসে।
ট্যাঙ্ক, কামান, গুলি, রাইফেল, বোমারু
ফেলেছে হাজার হাজার গোলা
ভেঙ্গেছে নগর হারিয়েছে সভ্যতা
পুড়েছে অনেক বারুদ গোলা।
কথায় কথায় আসেনি স্বাধীনতা
পাকবাহিনীর র্ব্বর হুংকার
স্বজাতি বিজাতির করা দম্ভ
মিত্র মুক্তিসেনা ভেঙ্গেছে ব্যাঙ্কার।
ভেঙ্গেছে মন পুড়িয়েছে ঘর
স্বাধীনতা বিরোধীদের র্ব্বরতার ছল
খুন ধ্বর্ষনে লুটপাতে মত্ত দানব
ছুটেছে সংঘবন্ধ হয়ানার দল।
গল্পে গল্পে স্বাধীনতা আসেনি
সজন হারানো বুকের সে জ্বালা
শিয়াল শকুনে ছিড়েছে শরীর
হয়নার জিহ্বায় ঝড়েছে লালা।
দানব নাচে কাম ক্রোধ লোভে
পোড়া মাটি বাতাস ভরা লাশের গন্ধ
ভায়ের রক্ত ভিজেছে মাটি
তবুও মুক্তিসেনা যুদ্ধ করেনি বন্ধ।
অত সহজে স্বাধীনতা আসেনি
তুমি আজ যে কথা বলো
স্বাধীনতার ইতিহাস বিকৃত করে
জ্ঞানপাপী বুকে আগুন জ্বালো।
পরাজয় হবে নিশ্চিত জেনে
কেড়ে নিয়েছে জাতির মেধা মনন
পালাবার সব পথ বন্ধ দেখে
পরাজয় মেনে বাঙ্গালির কাছে হয়েছে দমন।