সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » স্মৃতিকথা
স্মৃতিকথা
স্মৃতিকথা
মাধুরী রানী সাধু
যুদ্ধ যখন হয়েছিল
তখন হয়নি আমার জন্ম,
তবুও সেই যুদ্ধের নির্মম কথাগুলো
সরণ রেখেই সামনে চলছে প্রজন্ম।
যুদ্ধটাকে জয় করার জন্য
দিতে হয়েছে লাখো শহীদের প্রাণ,
স্বাধীন দেশের মাটির বুক থেকে
এখনো ভেসে আসে রক্তের ঘ্রাণ।
অসংখ্য অবলা নারী হয়েছিল
নরক পিশাচের হাতে নির্যাতিত,
সেসব ভুলতে পারেনি কেউ
হচ্ছে শিরায় শিরায় ধাবিত।
মায়ের বুক থেকে খালি হয়েছে
তার প্রিয় সন্তান,
চোখের জল শুকিয়ে গিয়েছে
তবুও চাই দেশের সম্মান।
দেশকে স্বাধীন করার জন্য
মানুষকে করতে হয়েছে ত্যাগ,
তাইতো এদেশ হয়েছে স্বাধীন
দিতে হয়না কারো কাছে ভাগ।
পিছনের সব স্মৃতিকথাগুলো
চলার পথের প্রেরণা,
এই মহান ত্যাগের অপার মহিমা
মন থেকে মুছতে কখনো দিওনা।