বৃহস্পতিবার ● ১৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » আমাকে ভেবে
আমাকে ভেবে
আমাকে ভেবে
রোজী সিদ্দীকী
নিষ্ঠুর এই পৃথিবী ছেড়ে যদি
যাই চলে আমি উপারে,
সে দিন কি তুমি আমায় খুজবে
না কি প্রিয় মুখ,প্রিয় মুখ ভুলে
অন্যের পিছে ছুটবে ।
যদি তোমার জীবনে বসন্ত
না আসে কভু আর,
তবে কি তুমি বসন্তকে ছুড়ে ফেলবে।
নাকি আমাকে ভেবে তুমি
সারাটি জীবন কাটিয়ে দিবে।