বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ৩টি গেওয়া গাছ কাটা মামলায় লতা ইউপি চেয়ারম্যান প্রেপ্তার; অবশেষে জামিন লাভ
পাইকগাছায় ৩টি গেওয়া গাছ কাটা মামলায় লতা ইউপি চেয়ারম্যান প্রেপ্তার; অবশেষে জামিন লাভ
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় লতা ইউনিয়নের ভুমি অফিসের ৩টি গেওয়া গাছ কাটা মামলায় লতা ইউপি চেয়ারম্যান ও গ্রাম আদালতের বিচারক চিত্তরজ্ঞন মন্ডলকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে থানাপুলিশ তাকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরেণ করলে আদালত থেকে তিনি জামিন নিয়েছেন।
মামলা সুত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর সকালে চেয়ারম্যানের নির্দেশে ধলাই গ্রামের উত্তম রায় লতা ইউনিয়নে নব নির্মিত ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে ৩টি গেওয়া গাছ কার্তন করে। গাছ কাটার অভিযোগে স্থানীয় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) লতিফা আক্তার বাদী হয়ে বুধবার চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল ও উত্তম রায়ের বিরুদ্ধে থানায় মামলা করে। বুধবার গভীর রাতে পুলিশ তার নিজ বাড়ী থেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়। আদালতে জামিন আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক পলাশ কুমার দালাল শুনানীন্তে চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেন।