

রবিবার ● ২৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » তুমি একজন
তুমি একজন
তুমি একজন
প্রকাশ ঘোষ বিধান
তুমি ছিলে আলোর এতো কাছে
আমি দেখা পাইনি,
সবার কাছে তুমি আপন
আগে জানা হয়নি।
মেঘে ঢাকা নীল আঁকাশ
চাতক চায় জল
ঝর্ণা নামে নেচে গেয়ে
পায়ে বাজে মল।
ভরা বাগান ফুলে ফুলে
আছে মৌমাছির দল
মনকাড়া ফুলে শোভায়
শিয়াল করে ছল।
সাফল্য দেখে বাড়ে ঈর্ষা
ক্ষোভে পোড়ে মন
শরতের রুপের আকাশে
তুমিই একজন।