রবিবার ● ২৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » তুমি একজন
তুমি একজন
তুমি একজন
প্রকাশ ঘোষ বিধান
তুমি ছিলে যে আলোর এতো কাছে
আমি দেখা পাইনি,
সবার কাছে তুমি এতো আপন
আগে জানা হয়নি।
তাঁরা ঢাকা মেঘে নীল আঁকাশ
চাতক চায় জল
ঝর্ণা নামে নেচে গেয়ে
পায়ে বাজে মল।
ফুলে ফুলে ভরা বাগানে
আছে মৌমাছির দল
মনকাড়া ফুলে শোভা দেখে
শিয়াল করে ছল।
সাফল্য দেখে বাড়ে তার ঈর্ষা
ক্ষোভে পুড়ে মরে মন
শরতের আকাশে অনেক তাঁরা
তুমি সবার একজন।