রবিবার ● ২৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » গ্রাম বাংলার শীত
গ্রাম বাংলার শীত
গ্রাম বাংলার শীত
মাধুরী রানী সাধু
শীত আসে নতুন রূপে
বঙ্গভূমির বুকে,
পল্লী কৃষক ফসল তোলে
আনন্দ মহাসুখে।
শীত আসে কুয়াশা ঢাকা
চাদর মুড়ি দিয়ে,
গ্রাম বাংলার নবান্ন উৎসব
পিঠাপুলি সাথে নিয়ে।
খেজুর রসের মৌ মৌ গন্ধে
প্রকৃতি ভরে ওঠে,
সরষে ফুলের অবারিত প্রান্তর
মন যেতে চায় ছুটে।
শীতের সকালের মিষ্টি রোদ
সবাই ভালবাসে,
গাঁয়ের মানুষ বিছানা ছেড়ে
উঠানে এসে বসে।
খাল-বিল শুকিয়ে যায়
মাছ ধরার মেলা,
সবাই চলে খারা নিয়ে
আনন্দের একি খেলা।
গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা
গোলাপ ফোটে শীতে,
সন্ধ্যাবেলায় গ্রামের মানুষ
মেতে ওঠে হরেক রকম গীতে।
শীত আসলে পল্লীগ্রামে
আনন্দে ভরে উঠে,
শীতের জড়তা কাটিয়ে তারা
মাঠের পানে ছোটে।
এই ঋতুকে বাংলার মানুষ
অধিক ভালোবাসে,
সারা বছরের কষ্ট ভুলে
নব আনন্দে হাঁসে।