শনিবার ● ২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অর্থনীতি » “অতিতের সকল রেকর্ড ভেঙে বছরের শেষে ডিসেম্বর ২০২০ এ মোংলা বন্দরে ১১৭ টি জাহাজ আগমন”
“অতিতের সকল রেকর্ড ভেঙে বছরের শেষে ডিসেম্বর ২০২০ এ মোংলা বন্দরে ১১৭ টি জাহাজ আগমন”
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
ডিসেম্বর ২০২০ সালের শেষে এক মাসেই মোংলা সমুদ্র বন্দরে ১১৭ টি বিদেশী বানিজ্যিক জাহাজ আগমনের রেকর্ড করে। গত বছর ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে মোংলা বন্দরের চ্যানেলে ১০০ টি জাহাজ আগমন করেছিল। চলতি বছর ২০২০ সালের নভেম্বর মাসে জাহাজ পূর্বের রেকর্ড ভেঙে সর্বোচ্চ ১০৬ টি জাহাজ আগমন করেছিল। ১৯৫০ সালের মোংলা বন্দর প্রতিষ্ঠার পর এটাই ০১ (এক) মাসে সর্বোচ্চ জাহাজ আগমনের রেকর্ড ১১৭ টি।
আগত বিদেশী জাহাজের মধ্যে কন্টেইনারবাহী, গাড়ী বহনকারী, কয়লাবাহী, ইউরিয়া সার আনায়নকারী, রুপপুর পারমানবিক চুল্লিসহ নানা সরঞ্জামাদী, পাওয়ারপ্লান্ট ও রেললাইনের মালামালসহ প্রজেক্ট এবং জেনারেল কার্গো, সিমেন্ট ক্লিংকার, বন্দর সংশ্লিষ্ট এলপিজি প্রতিষ্ঠানের জন্য এলপিজি মিক্সার পরিবাহী জলযান, লাইম স্টোন, সিরামিক ‘র’ ম্যাটারিয়াল্স, স্লাগ বহনকারী বিদেশগামী জলযান বন্দরে আগমন করে।
জাহাজ আগমন ক্রমান্বয়ে বৃদ্ধির ফলে বন্দরকে ঘিরে সৃষ্টি হচ্ছে কর্মচাঞ্চল্য, স্থাপিত হচ্ছে নতুন শিল্প প্রতিষ্ঠান, তৈরি হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্র যা বেকারত্ব দূরীকরনে বিশেষ ভূমিকা পালন করছে।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, “বন্দরে রেকর্ড সংখ্যক জাহাজ আগমনের এ অর্জন সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি, নৌপরিবহন মন্ত্রনালয়ের দিক নির্দেশনা, বন্দর ব্যবহারকারীদের সহযোগীতা ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমের ফলে।
তিনি আরও বলেন এক সময় নাব্যতা সংকটে জাহাজ শূন্য বন্দরটি বর্তমানে ৯.৫ মিটার ড্রাফটের জাহাজ অনায়াসে গমন-আগমন করছে। ২০২০-২০২১ অর্থ বছরেই প্রথম ০৬ মাসে ৫১৯ টি বিদেশী জাহাজ আগমনে আশা করা যায় এ অর্থ বছরেই ১০০০ (এক হাজার) টি এর বেশি জাহাজ হ্যান্ডলিং করতে সক্ষম হবে মোংলা বন্দর।