বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সাহিত্য » তুমি নেতা
তুমি নেতা
তুমি নেতা
প্রকাশ ঘোষ বিধান
বলো তুমি এমন যা তা
মুখে যা হা আসে।
মানো নাকো কোন নিয়ম
নেতা ভাবো দেশে
বেসুরে এমন গাও গান
নেই তার কোন শ্রোতা
রকমারি মোড়কে ঠাসা
বাজারে নেই ক্রেতা।
মেধা ছাড়া মাথা মোটা
বাড়ে না তার গ্রোথ
তুমি নেতা দেশে একজন
কথায় ভাসাও স্রোত।
চোখ কান মুখ আছে জনগনের
ভেবো না সে বোকা
নিজে কত বড় নেতা ভেবে
দিবে কত আর ধোকা।