রবিবার ● ১০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » শিক্ষা » ডুমুরিয়ায় শিক্ষাচার্য প্রয়াত পঙ্কজ রঞ্জন বিশ^াসের স্মরণসভা অনুষ্ঠিত
ডুমুরিয়ায় শিক্ষাচার্য প্রয়াত পঙ্কজ রঞ্জন বিশ^াসের স্মরণসভা অনুষ্ঠিত
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ায় বান্দা কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক স্বর্গীয় পঙ্কজ রঞ্জন বিশ^াসের ১৮তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দা সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে বান্দা কলেজিয়েট স্কুল মাঠে প্রয়াত শিক্ষক পঙ্কজ রঞ্জন বিশ^াসের স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। আয়োজক কমিটির আহবায়ক শেখর রঞ্জন ঘোষের সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ^াস, বান্দা কলেজ অধ্যক্ষ সৌমেন মন্ডল ও প্রাক্তন অধ্যক্ষ শচীন্দ্রনাথ মল্লিক। স্মৃতিচারণ করেন, বটিয়াঘাটা কলেজের সাবেক অধ্যাঃ গৌর চন্দ্র পাল, শিক্ষক কালিদাস বিশ^াস, বীরমুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন মল্লিক, খুলনা বিশ^বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. অনুপম বৈরাগী, খুলনা মেডিকেল কলেজের আবাসিক সার্জন ডাঃ শিবেন্দু মিস্ত্রী, পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার বিশ^াস, অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডল, শিক্ষক সৌরীন্দ্রনাথ হালদার, কবি সুশান্ত কুমার বিশ^াস প্রমুখ।
শিক্ষাচার্য স্বর্গত পঙ্কজ রঞ্জন বিশ^াস ১৯৩০ সালে পহেলা মে লোহাইডাঙ্গা গ্রামে রাধাকান্ত ও দিব্যময়ী বিশ^াসের কোল আলো করে জন্ম নিয়েছিলেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। ১৯৪৩ সালে বান্দা মাধ্যমিক বিদ্যালয়টি কলকাতা বিশ^বিদ্যালয়ের অধীন অনুমোদন প্রাপ্ত হয়। ১৯৪৬ সালে বান্দা মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম যে ৩জন উত্তীর্ণ হয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন পঙ্কজ রঞ্জন বিশ^াস। ১৯৫৩ সালে কলকাতা বিশ^বিদ্যালয়ের অধীনে তিনি এম,এ পরীক্ষার্থী ছিলেন। ১৯৫৮ সালে বান্দা স্কুলের প্রয়োজনে এবং এলাকার সকল মানুষের আহবানে সাড়া দিয়ে তিনি বান্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ৩৬ বছর সময় তিনি অত্যান্ত সফলতার সাথে দায়িত্বপালন করেন। তিনি (পঙ্কজ রঞ্জন বিশ^াস) ২০০৩ সালের ২৪ ডিসেম্বর রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন।