মঙ্গলবার ● ১৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সাহিত্য » পাইকগাছায় ১২ গুণীজনকে সম্মাননা প্রদান করা হবে
পাইকগাছায় ১২ গুণীজনকে সম্মাননা প্রদান করা হবে
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছার সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠানে ১২ গুণীজনকে সম্মাননা ও পদক প্রদান করা হবে। ২৩ জানুয়ারী শনিবার সকালে পাইকগাছার নতুন বাজার চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় গুণীজনকে এ সম্মাননা ও পদক দেওয়া হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, বিশেষ অতিথি থাকবেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, থানা অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। গুণীজন সম্মাননা প্রাপ্তরা হলেন, সাহিত্য ও সংগীত গবেষণায় ড. সন্দীপক মল্লিক, সাংবাদিকতায় সুমন্ত চক্রবর্তী, সঙ্গীতে কৃষ্ণা বন্দোপাধ্যায়, সাংগঠনিক দক্ষায় নিশিত রঞ্জন মিস্ত্রী, বাংলা সাহিত্যে ছোট গল্পে যোগেন্দ্রনাথ চট্রোপধ্যায়, বাংলা সাহিত্যে কবিতায় মাধুরী রাণী সাধু, শিক্ষায় অঞ্জলি রাণী শীল, বাংলা সাহিত্যে প্রবন্ধে মহাদেব সাধু সেবা ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় আর্তমানবতার সেবায় কে.এম আরিফুজ্জামান তুহিন, সৎ দক্ষ ও সর্বাধিক সেবাদানকারী প্রাক্তন পাইকগাছা উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী (ফিরোজ), সমাজ সেবায় মোঃ ডালিম সরদার ও সফল কৃষি উদ্যোক্তা হিসাবে মোঃ আনিছুর রহমান।