বুধবার ● ২০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » কৃষি » খুলনার ডুমুরিয়ার বরাতিয়া ব্লকে ফুলকপি বীজ উৎপাদনে সাবলম্বী সুরেশ্বর মল্লিক
খুলনার ডুমুরিয়ার বরাতিয়া ব্লকে ফুলকপি বীজ উৎপাদনে সাবলম্বী সুরেশ্বর মল্লিক
অরুন দেবনাথ, ডুমুরিয়া (খুলনা):
খুলনার ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া ব্লকে ফুলকপি বীজ উৎপাদনে ঝুঁকেছেন, হতদরিদ্র কৃষক সুরেশ্বর মল্লিক। তিনি গোবিন্দকাটি গ্রামের মৃত অধীর মল্লিকের ছেলে এবং বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক। সবজি উৎপাদনের পাশাপাশি তিনি স্থানীয় কৃষকের চাহিদা পুরনে বিভিন্ন প্রকার সবজির বীজ উৎপাদন সংরক্ষণ করে কৃষকের মাঝে বিতরণ করে থাকেন।
ডুমুরিয়া উপজেলা কৃষি দপ্তরের পরামর্শে তিনি প্রতি বছরের ন্যায় ফুলকপি, পালংশাক, বেগুন শিমসহ বিভিন্ন প্রকার সবজি বীজ উৎপাদন করে সফল হয়েছেন। উৎপাদন লক্ষমাত্র ঠিক রাখতে নিয়মিত পানি ও বালাই নাশক ব্যবহার সহ পরিচর্যা চালিয়ে যাচ্ছেন এ কৃষক। তিনি জানান, ১০ শতাংশ জমিতে বীজের আবাদ করেছেন। সুষ্ঠু ভাবে বীজ ঘরে তুলতে পারলে এবং সুলভ মুল্যে লক্ষধিক টাকা বিক্রি হবে।
এদিকে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ কুমার রায় বীজের ক্ষেত পরিদর্শন করেছেন। এসময় তিনি প্রয়োজনীয় পরামর্শ দেন কৃষক সুরেশ্বর মল্লিক কে।
সংশ্লিষ্ট ডুমুরিয়া কৃষি অফিস সুত্রটি জানায়,সে বিভিন্ন প্রকার সবজি বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণে কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০১৭ এবং ২০১৯ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ভূষিত হন তিনি।