রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছা বাজারে বসেছে সরস্বতী প্রতিমার হাট
পাইকগাছা বাজারে বসেছে সরস্বতী প্রতিমার হাট
পাইকগাছা প্রতিনিধিঃ বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজা উপলক্ষ্যে পাইকগাছা বাজারে বসেছে প্রতিমার হাট। পৌর বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও পুরাতন খেয়া ঘাট গোলিতে সরস্বতী প্রতিমার হাট বসেছে। ছোট বড় মাঝারী বিভিন্ন ধরনের প্রতিমা রয়েছে। ১০০ টাকা থেকে ১ হাজার টাকা দরের প্রতিমা রয়েছে। তাছাড়া অয়ার্ডার দিয়ে প্রতিমা তৈরী করেছেন অনেকে। ১৬ই ফেব্রুয়ারী মঙ্গলবার পঞ্চমী তীতিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। তাই প্রতিমা তৈরী ও রং তুলির কাজ নিয়ে ব্যস্ত সময় পার কারছেন কারিগররা। তার পাশে বিক্রয়ের জন্যে বাজারে সরবরাহ করতে রয়েছে ব্যস্ততা। উপজেলার পৌর সদর ছাড়াও কপিলমুনি, বাঁকা বাজারসহ বিভিন্ন বাজারে প্রতিমা ক্রয় করতে পাওয়া যাচ্ছে। উপজেলার হিতামপুর গ্রামের অরুন দাশ, অরেবিন্দ দাশ, দিপংকর দাশ, রবি দাশ, সোলাদানা গ্রামের মান্দার সরদার, পুরাইকাটী গ্রামের ভাস্কর পলাশ রায় পাইকগাছা পৌর বাজারে প্রতিমার হাটে তাদের তৈরী প্রতিমা সরবরাহ করছেন। ভাস্কর পলাশ রায় জানান, এবার পূজায় তিনি প্রায় ১৫১টি প্রতিমা তৈরী করেছেন। তাছাড়া অয়ার্ডারী ২৫০ টাকা থেকে ৫ হাজার টাকা মূল্যের প্রতিমাও তৈরী করেছেন।
করোনার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হচ্ছে না। সে কারণে প্রতিমার চাহিদা কিছুটা কম। বিভিন্ন মন্দির ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা মহা বিদ্যালয়ের অধ্যাপক তাপশ সরকার জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছর সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে না। তিনি বাড়ীতে পূজা করার জন্য হাটের প্রতিমা ক্রয় করেছেন। বাজারে প্রতিমা সরবরাহকারীরা জানান, বিগত বছরের তুলনায় এবার প্রতিমার বিক্রয় খুবই কম। তবে কম-বেশি প্রতিমা বিক্রয় হচ্ছে। তারা আশা করছে পূজার আগের দিন প্রচুর পরিমান প্রতিমা বিক্রয় হবে।
হিন্দু পুরাণ অনুসারে সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংগীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজা বিদ্যার দেবী সরস্বতী আরাধনায় মেতে উঠবে হিন্দু ধর্ম অবলম্বীরা। তবে করোনার প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পূজার আড়ম্বর অনেকটা কম থাকবে।