শনিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » সারাদেশ » ‘আমার গ্রাম, আমার শহর’ রূপকল্প বাস্তবায়নে আশাশুনিতে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক
‘আমার গ্রাম, আমার শহর’ রূপকল্প বাস্তবায়নে আশাশুনিতে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক
আহসান হাবিব, আশাশুনি : আশাশুনিতে গ্রাহক সেবা উন্নয়নে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশাশুনি পল্লী বিদ্যুতের জোনাল অফিস চত্ত্বরে দুর্নীতি, হয়রানি, অনিয়ম, বিদ্যুৎ চুরি প্রতিরোধসহ ‘আমার গ্রাম, আমার শহর’ রূপকল্প বাস্তবায়নে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পিবিএস’র ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী নৃপেন্দ্র নাথ বিশ^াস। বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি (পাটকেলঘাটা)’র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সহ-জেনারেল ম্যানেজার লিটন কুমার মন্ডল, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক। উঠান বৈঠকে প্রধান অতিথি প্রকৌশলী সন্তোষ কুমার সাহা বলেন, আশাশুনিতে ২৭০ গ্রামে ৭৬ হাজার বিদ্যুতের গ্রাহক রয়েছে। এ উপজেলায় ৩টি সাব-স্টেশন করা হবে, যার কার্যক্রম চলমান রয়েছে। তিনি গ্রহকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিদ্যুৎ ব্যবহার করবেন নিরাপদের সহিত। কোন স্থানে বিদ্যুতের সমস্যা হলেই সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুৎকে জানাবেন। কিন্তু, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করবেন না। আম্পানের সময় আপনাদের সহযোগিতায় আমরা সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ রাখতে পেরেছিলাম। আশাশুনিতে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে বলা যেতে পারে। কিছু বাকী থাকলেও তা চলমান রয়েছে। আশাশুনিতে বিদ্যুত সেবার উন্নয়ন বৃদ্ধিতে ইতোমধ্যেই ৪টি অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সেবায় দেশ এগিয়ে গেলে আমরা সবাই এগিয়ে যাব। উঠান বৈঠকে উপজেলার ১১টি ইউনিয়ন থেকে পল্লী বিদ্যুতের গ্রহকরা অংশগ্রহণ করেন।