সোমবার ● ৮ মার্চ ২০২১
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় ১১মাস পর অপহরণ মামলার ভিকটিম উদ্ধার
পাইকগাছায় ১১মাস পর অপহরণ মামলার ভিকটিম উদ্ধার
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছা থানা পুলিশ ১১ মাস পর অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার করে আদালতে পাঠিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, উপজেলার রেজাকপুর গ্রামের অপুর গাজীর ছেলে হাবিবুর গাজী (২০) কে ইটের ভাটায় কাজ দেওয়ার কথা বলে ৪ এপ্রিল ২০২০ তারিখে অপহরণ করা হয়। এ অভিযোগে হাবিবুরের পিতা বাদী হয়ে পাইকগাছা আদালতে তালা থানার দেওয়ান পাড়া গ্রামের মফিদুল বিশ্বাস (৩০) ও জাফর বিশ্বাসের ছেলে শাওয়ান বিশ্বাস (২৫) এর নামে অপহরণ মামলা করে।মামলা নং-১। পুলিশ আসামীদের গত ২৭ ডিসেম্বর মানিকগঞ্জে সিংহাই থানা থেকে গ্রেফতার করে জেল হাজতে প।ঠায়। এদিকে রোববার তথ্য প্রযুক্তি মাধ্যমে চাপাই নবাবগঞ্জের নাচোল থানা পুলিশের সহায়তায় এস আই তাকবীর হোসেন অপহৃত ভিকটিম হাবিবুরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এজাজ শফী জানান,সে একজন মানসিক প্রতিবন্ধী বলে ধারনা করা হচ্ছে। তার কাছে কোন কিছু জানতে চাইলে কথা বলছে না। শুধু এদিক সেদিক ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। তাকে উদ্ধারের জন্য বিভিন্ন মাধ্যমে জোর প্রচেষ্টা চালানো হয়েছে। তার নামে পইকগাছা থানায় মাদক দ্রব সহ কয়েকটি মামলা রয়েছে।