রবিবার ● ১৪ মার্চ ২০২১
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে ঋশিল্পীর সিবিআর সেন্টার পরিদর্শন করলেন ইটালিয়ান রাষ্ট্রদূত
আশাশুনিতে ঋশিল্পীর সিবিআর সেন্টার পরিদর্শন করলেন ইটালিয়ান রাষ্ট্রদূত
আহসান হাবিব, আশাশুনি : আশাশুনিতে বাংলাদেশে নিযুক্ত ইটালিয়ান রাষ্ট্রদূত এইচ.ই এনরিকো নুনজিটা ঋশিল্পীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। রোববার সকাল ১০ টায় তিনি আশাশুনির বুধহাটায় উপস্থিত হয়ে ঋশিল্পীর সিবিআর সেন্টার পরিদর্শন করেন। রাষ্ট্রদূত সেন্টারের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন, প্রতিবন্ধীদের সাথে কথা বলেন এবং তাদের সাথে খেলার ছলে সময় কাটান। এ সময় উপস্থিত ছিলেন ঋশিল্পীর প্রেসিডেন্ট মনিকা তজি, ঋশিল্পীর পরিচালক ভেনসন জে ফ্লাকুনে, প্রোগ্রাম অফিসার ডাঃ মেহেদী হাসান, সেন্টারের পরিচালক ও ফিজিও থেরাপিষ্ট ডাঃ শংকর ঢালী এবং আশাশুনি থানা অফিসার ইনচার্জ মু. গোলাম কবির। প্রসঙ্গত. ঋশিল্পী বুধহাটায় প্রতিবন্ধীদের উন্নয়নে দীর্ঘদিন কাজ করে আসছে। বেলা সাড়ে ১১ টার দিকে সিবিআর সেন্টার পরিদর্শন শেষে রাষ্ট্রদূত সাতক্ষীরা সদরের ফয়জুল্লাপুরে ঋশিল্পী কেন্দ্র পরিদর্শন করার উদ্দেশ্যে রওনা হন।