সোমবার ● ১৫ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » যশোরের কেশবপুরে অবৈধভাবে মাটি খননের হিড়িক
যশোরের কেশবপুরে অবৈধভাবে মাটি খননের হিড়িক
আব্দুল করিম :
যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় কতিপয় স্বার্থেন্নেষী মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সমতল ভুমি থেকে অবৈধভাবে মাটি খনন করে বিভিন্ন ইটের ভাটায় বিক্রি করছে। উপজেলা ব্যাপী অবৈধ মাটি খনন করার হিড়িক পড়েছে। সম্প্রতি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বেগমপুর এলাকায় প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ মাটি খনন বন্ধ সহ বিভিন্ন এলাকায় প্রশাসনের ভ্রম্যমান আদলত পরিচালনার মাধ্যমে জেল জরিমানা দেওয়ার পরও থেমে নেই এসব অসাধু মাটি ব্যবসায়ীরা। উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে মাটি খনন করছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার মেহেরপুর গ্রামে সরেজমিনে ছবি ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা যায় ঐ গ্রামের বিদেশ ফেরৎ রাশেদুল ইসলাম একটি সমতল জমি থেকে স্কেবেটর মেশিন দিয়ে মাটি খনন করে পার্শবর্তী বিঞ্চুপুর এলাকায় বিক্রি করছে। আর সেই মাটি ট্রাক্টটারের মাধ্যমে গ্রামীণ সরু পিচের রাস্তা দিয়ে বহন করার ফলে ঐ সকল রাস্তার পিচ ফেটে দেবে যাচ্ছে। যার ফলে ক্ষতি গ্রস্ত হচ্ছে গ্রামীন উন্নয়ন অবকাঠামো। এবিষয়ে সরাসরি রাশেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, আমি ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার কাছ থেকে অনুমতি নিয়ে বৈধভাবে মাটি কাটছি। তিনি আরো বলেন আমি টিলা জমি নিচু করে দিচ্ছি। যা মানুষের উপকার হচ্ছে। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি ইরুফা সুলতানা বলেন, এভাবে যত্রতত্র স্কেবেটর মেশিন দিয়ে মাটি খনন বিক্রি করা আইনত অপরাধ।