শুক্রবার ● ১৯ মার্চ ২০২১
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮ প্রার্থীর মনো নয়ন বাতিল
পাইকগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮ প্রার্থীর মনো নয়ন বাতিল
এস ডব্লিউ নিউজ: পাইকগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাচাই-বাচাই শেষে ৩ চেয়ারম্যান প্রার্থী, ১৭ সাধারণ সদস্য ও ৮জন সংরক্ষিত সদস্য সহ ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেল সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান ও উপজেলা সমবায় অফিসার বেনজির আহমেদ এর কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাচাই করা হয়।
যাচাই-বাচাই শেষে ঋন খেলাপি ও প্রাপ্ত বয়স না হওয়া সহ বিভিন্ন কারনে ৩ চেয়ারম্যান প্রার্থী, ১৭ সাধারণ সদস্য ও ৮জন সংরক্ষিত সদস্য সহ ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাতিল কৃতদের মধ্যে রয়েছে ১নং হরিঢালী ইউনিয়নে সাধারণ সদস্য ১, সংরক্ষিত ৩ জন। ২নং কপিলমুনি ইউনিয়নে সাধারণ সদস্য ২জন। ৩নং লতা ইউনিয়নে সংরক্ষিত ১জন। ৪নং দেলুটি ইউনিয়নে চেয়ারম্যান ২, সাধারণ ৩ ও সংরক্ষিত ১জন। ৫নং সোলাদানা ইউনিয়নে চেয়ারম্যান ১ ও সাধারণ সদস্য ২। ৬নং লস্কর ইউনিয়নে সাধারণ সদস্য ২। ৭নং গদাইপুর ইউনিয়নে সাধারণ সদস্য ২। ৮নং রাড়ুলি ইউনিয়নে সাধারণ সদস্য ৩জন। ৯নং চাঁদখালী ইউনিয়নে সাধারণ ২ ও সংরক্ষিত ২জন। ১০নং গড়ইখালী ইউনিয়নে সংরক্ষিত ১জন। বৃহস্পতিবার উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৫০ জন চেয়ারম্যান প্রার্থী, ৪৯২ জন সাধারণ সদস্য ও ১৫১ জন সংরক্ষিত সদস্য সহ ৬৯৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করে।