মঙ্গলবার ● ২৩ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাক্স ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
পাইকগাছায় মাক্স ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় মাক্স ব্যবহার না করায় ৫ জন ও প্লাষ্টিকের ব্যাগ বিক্রির করায় ২ জনকে ভ্রাম্যমান আদালতে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর সদরে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহরিয়ার হক। করোনা মোকাবেলায় সাধারণ জনগনের মাঝে মাক্স বিতারণ করা হয়েছে। জন সচেতনতা বৃদ্ধিতে মাক্স ব্যবহার না করায় এক’শ টাকা করে ৫ জনকে ৫’শ টাকা ও পাটের তৈরী ব্যাগের বদলে প্লাস্টিকের ব্যাগ বিক্রি করা অভিযোগে ৫’টাকা করে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ আদালতে মোট এক হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন থানার এসআই শরিফুল ইসলাম, পেশকার প্রতুল জোয়াদ্দার, মোঃ আরিফুল ইসলাম, আনসার ও ভিডিপির সদস্যবৃন্দ।