বুধবার ● ২৪ মার্চ ২০২১
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » করোনা ভাইরাস প্রতিরোধে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের মাক্স বিতরণ
করোনা ভাইরাস প্রতিরোধে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের মাক্স বিতরণ
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাক্স বিতরণ করেন।
কোভিড-১৯ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বুধবার দুপুরে উপজেলা শহরের শহিদ দৌলত বিশ্বাস চত্ত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় সকল শ্রেণীর মানুষের মাঝে এই মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইরুফা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রিজিবুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ভুমি অফিসের পেশকার ফারুক হোসেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সাধারণ মানুষকে মাস্ক পরিধানের জন্য সরকারি নির্দেশনার প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাক্স বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে সরকারি নির্দেশনা কেউ না মানলে যে কোন সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।