মঙ্গলবার ● ৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় লকডাউনে দোকান খোলায় অবাধ্য ২ জনকে জেল
পাইকগাছায় লকডাউনে দোকান খোলায় অবাধ্য ২ জনকে জেল
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় লকডাউনে অবাধ্য হওয়ায় দুজনকে দুদিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। পাইকগাছায় লকডাউন পালনে বাধ্য করতে উপজেলা প্রশাসন মাঠে নেমেছে। লকডাউন না মেনে দোকান খুলে রাখার দায়ে দুজনকে দু দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। লকডাউনের প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সোমবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। লকডাউন পালনে সচেতনতার পাশাপাশি বাধ্য করতে কঠোর অবস্থান নেন। এসময় তিনি পৌরসভার জিরো পয়েন্টের দোকানদার দুই ভাই আব্দুস সামাদ ও রজব আলীকে বার বার নিষেধ করার পরও অবাধ্য হওয়ায় ২ দিনের জেল দিয়েছেন। তাছাড়া নতুন বাজার, আগড়ঘাটা বাজার, কপিলমুনি বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মানতে জনসাধারণকে সচেতনতা বাড়াতে বাজার মনিটরিং করা হয়েছে।