বুধবার ● ৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » বিবিধ » আশাশুনির কচুয়ায় আগুনে পুড়ে বসতবাড়ি ভূষ্মিভূত, ৩ লক্ষাধিক টাকার ক্ষতি
আশাশুনির কচুয়ায় আগুনে পুড়ে বসতবাড়ি ভূষ্মিভূত, ৩ লক্ষাধিক টাকার ক্ষতি
আশাশুনি : আশাশুনির কচুয়ায় আগুনে পুড়ে এক ব্যক্তির ধানের গোলাসহ বসতবাড়ি ভূষ্মিভূত হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া ঘোষ পাড়ার। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে, ওই সময় কার্তিক চন্দ্র ঘোষের বাড়িতে রান্না ঘরে আগুন লেগে জ¦লতে থাকে। বাড়ীর লোকজন টের পেয়ে ডাকচিৎকার দিলে পাশর্^বর্তী লোজন ছুটে ঘটনাস্থলে পৌছে পানি ও বালি দিয়ে নিভানোর চেষ্টা করলে ব্যর্থ হয়। চেয়ারম্যান প্রার্থী ওমর সাকী পলাশ তার বাড়ীর পাশে বিধায় জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌছে আশাশুনি ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম মোড়লের মুঠো ফোনে কল দিয়ে খবর দেন। সাথে সাথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক টিম নতুন হওয়ায় চিনতে না পারায় ঘটনাস্থলে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগে। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় রান্নাঘরের পাশর্^বর্তী বসতঘরসহ প্রয়োজনীয় মূল্যবান জিনিষপত্র ও ধানের গোলা পুড়ে ভূষ্মিভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক টিম ঘটনাস্থলে পৌছেই আগুন নিয়ন্ত্রনে নেয়। এ ব্যাপারে বাড়ীর মালিক কার্তিক চন্দ্র ঘোষ জানান, এ অগ্নিকান্ডে তার অনুমানিক প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।