বুধবার ● ৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
এস ডব্লিউ নিউজ: পাইকগাছায় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালুয়া গ্রামের আব্দুস সাত্তার সানা তার ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য চৌমুহনী সংলগ্ন বাদুড়িয়া-গজালিয়া এলাকার নৈর নদীতে স্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল।খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক ঘটনাস্থলে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারীদের আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন এর আওতায় আব্দুল সালেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।