বৃহস্পতিবার ● ৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » সারাদেশ » ৩শ ৩৯ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে আঠারো মাইল, পাইকগাছা, কয়রা পর্যন্ত ৬১ কিঃমিঃ সড়কের প্রশস্ত ও বাঁক সরলী করন প্রকল্পের উদ্বোধন
৩শ ৩৯ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে আঠারো মাইল, পাইকগাছা, কয়রা পর্যন্ত ৬১ কিঃমিঃ সড়কের প্রশস্ত ও বাঁক সরলী করন প্রকল্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধিঃ খুলনা’র আঠারো মাইল হতে পাইকগাছা-কয়রা পর্যন্ত ৬১ কিঃ মিঃ সড়কের প্রশস্তকরন ও বাঁক সরলী করন মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনার আঠারো মাইলে সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু ৩শ ৩৯ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সড়ক ও জনপদ বিভগের খুলনা’র নির্বাহী প্রকৌশলী আনিছুজ্জামান মাসুদ,উপ-বিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন,উপ-সহকারী রফিকুল ইসলাম,কার্যসহকারী শামিম আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তারা সহ বিভিন্ন শ্রেনী-পেষার মানুষ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংসদ অধিবেশনে খুলনা-৬’র এমপি মোঃ আকতারুজ্জামান বাবু’ প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্শন করে জেলার ডুমুরিয়ার ১৮ মাইল হতে সাতক্ষিরার তালা হয়ে খুলনার সুন্দবন ঘেষা পাইকগাছা-কয়রা পর্যন্ত আকা-বাঁকা ঝুকিপুর্ন সড়কের প্রশস্তকরন ও বাঁক সরলী করন করার জন্য দাবী উর্থাপন করেন। এর পরিপেক্ষিতে সরকার ১৮ মাইল হতে- সুন্দরবন সংলগ্ন কয়রা পর্যন্ত ৪৫ টি বাঁক সোজা সহ ৬১ কিঃ মিঃ সড়ক উন্নয়নে ৩শ ৩৯ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্ধ দেন। এ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু বলেন ,স্বাধীনতার পর পাইকগাছা-কয়রার সড়ক উন্নয়নে এটাই সর্বোচ্চ সরকারী বরাদ্ধ। তিনি আরোও বলেন,সড়কটি’র কাজ শেষ হলে যেমন দুর্ঘটনার ঝুঁকিও কমবে,তেমনি অল্প সময়ে খুলনায় পৌছানো সম্ভব হবে।