বৃহস্পতিবার ● ৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » সারাদেশ » কেশবপুরে লকডাউন কার্যকর প্রশাসন তৎপরত
কেশবপুরে লকডাউন কার্যকর প্রশাসন তৎপরত
এম. আব্দুল করিম, কেশবপুব (যশোর) প্রতিনিধি :
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ করা যাচ্ছে । লকডাউনে সরকারি নির্দেশনা না মানায় গত কয়েক দিনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়েছে। কেশবপুর পৌরশহরসহ উপজেলার ১১টি ইউনিয়নে প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা ও জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হচ্ছে। এ কারণে শহরের মার্কেট ও দোকানপাট ছিল বন্ধ। তবে বাস না চলায় স্বাস্থ্যবিধি না মেনেই যাত্রীরা মাহেন্দ্র, ইজিবাইক ও ভ্যানে চলাফেরা করছেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগমূহুর্তে কেশবপুর শহরে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে পায়ে হেটে লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করতে দেখা যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১ হাজার ২শ টাকা জরিমানা করেন। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ৩ দোকানদারকে ১ হাজার ২শ টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে লকডাউনকে কার্যকর করতে শহরসহ উপজেলার ১১টি ইউনিয়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা নির্দেশনা মানছে না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাসহ সকলকে সচেতন করা হচ্ছে।