শুক্রবার ● ৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
কেশবপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
এম আব্দুল করিম কেশবপুর থেকে:
যশোরের কেশবপুরে বৃহ¯পতিবার প্রশাসনের হসস্তক্ষেপে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেল উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের কালিয়ারই গ্রামের হাবিবুর রহমানের ১৬ বছর বয়সী মেয়ে। জানাগেছে, মেয়ের বয়স কম থাকায় মেয়ের বাবা গোপনে বাড়ীতে মেয়ে বিয়ের আয়োজন করে। বাল্য বিয়ের খবর পেয়ে বর ও বরযাত্রী আসার আগেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ওই বাড়িতে হাজির হন। তখনও বিয়ের রান্নাবান্নাসহ অন্যান্য কার্যক্রম চলছিল। তাৎক্ষণিক বাল্য বিয়ে বন্ধ করে দিয়ে ওই মেয়ের পরিবারের নিকট থেকে লিখিত মুচলেকা নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। ফলে বাল্য বিয়ের কবল থেকে শেষ রক্ষা পেল ১৬ বছর বয়সী ঐ বালিকা। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ও কেশবপুর থানার উপ-পরিদর্শক তাপস রায়।