মঙ্গলবার ● ১৩ এপ্রিল ২০২১
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগ মোকাবেলায় মোংলা পোর্ট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণ শুরু
পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগ মোকাবেলায় মোংলা পোর্ট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণ শুরু
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগ মোকাবেলায় মোংলা পোর্ট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য করণীয় বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের পোর্ট স্কুল মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব অমল কৃঞ্চ সাহা, হিসাব রক্ষক নিজাম উদ্দিন বাহাদুর, কনভেন্সী পরিদর্শক মিজানুর রহমান, স্বাস্থ্য সহকারী মাসুদ আলম,কার্য্য সহকারী মোঃএরশাদ হোসেন রনি, কম্পিউটার অপারেটর মো: হাসান,ব্যাক্তিগত সহকারী ফাহিম হাসান অন্তর, । প্রশিক্ষণে পৌরসভার ৬৬ জন নারী-পুরুষ পরিচ্ছন্নতা কর্মী অংশগ্রহণ করেন। মঙ্গলবার প্রথম দিনে ২২ জন প্রশিক্ষণে অংশ নিয়েছেন। বাকীরা ২২ জন করে আগামী ১৫ ও ১৭ এপ্রিল প্রশিক্ষণ নিবেন। প্রশিক্ষণ শেষে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে সনদপত্র, নগদ ৫শ টাকা, পোশাক, পায়ের বুট ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান।