শুক্রবার ● ১৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চুরির অপবাদে গিরায়-গিরায় পিটানো হলো আব্দুল্লাহকে!
পাইকগাছায় চুরির অপবাদে গিরায়-গিরায় পিটানো হলো আব্দুল্লাহকে!
এস ডব্লিউ নিউজ: পাইকগাছায় বাড়ী থেকে ডেকে এনে আব্দুল্লাহ (১৬) কে চোর অপবাদ দিয়ে গিরায়,গিরায় পিটিয়ে মারাত্মক জখম করা হয়েছে। মারিপিটের ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টায় মেসার্স সেতু ফিস নামক প্রতিষ্ঠানে। রেজাউল করিম ও তার লোকেরা মারপিট করে পুলিশে সোপর্দ করে।থানায় চুরি মামলা হলে পুলিশ আহত আব্দল্লাহকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। তার অবস্থা গুরুতর হওয়ায় পুলিশ হাজতখানা থেকে তাকে বিকেল ৩ টায় হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়।
জানা যায়,পৌরসভার পুর্ব ওয়াপদা রোডে মেসার্স সেতু ফিস নামে চিংড়ী পোনা বিক্রি প্রতিষ্ঠান অবস্থিত। যার মালিক বাতিখালীর এফাজ উদ্দিন গাজীর ছেলে রেজাউল করিম। পাশে হালিমা সাউন্ড ও ভাঁজার দোকান। যার মালিক আশাশুনি থানার খড়িয়াটি গ্রামের শহিদল গাজীর ছেলে আব্দুল্লাহ (১৬)। ঐ দোকান থেকে আব্দুল্লাহকে তাড়ানোর জন্য অনেক দিন ধরে চেষ্টা করে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে আব্দুল্লাহর নানী ও মা জানায়। মামলা সুত্রে জানা যায়,বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ৬১ হাজার টাকা ক্যাশ বাক্সে রেখে ঘর বন্ধ করে রেজাউল করিম,ও কর্মচারীরা চলে যায়।পরের দিন সকাল ৮টায় ঘর খুলে দেখে ক্যাশ বাক্স ভাংগা ও ড্রয়ের মধ্যে টাকা নেই।এসময় রেজাউল করিম তার ঘরেরে কর্মচারী হরি,পারভেজ ও অলোকেশদের দিয়ে তার বাড়ী থেকে সকাল ৯টায় তুলে নিয়ে আসে। সেতু ফিসের প্রতিষ্ঠানের মধ্যে ফেলে লোহার রড,হাতুড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন অঙ্গে গিরায়,গিরায় পিটিয়ে মারাত্ম আহত করে পুলিশে সোপর্দ করে। পরে তার নামে থানায় চুরি মামলা হলে তাকে আইনের প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়।সোজা হয়ে দাড়াতে না পারায় ও মারাতত্মক অসুস্থ হওয়ায় তাকে বিকেল ৩টায় আদালতের হাজতখানা থেকে হাসপাতালে নেয়া হয়। এব্যাপারে আব্দুল্লার নানী সরবানু বলেন,আমি রেজাউলের পা জড়িয়ে ধরে বলি অনেক মারধর করেছ মামলা দিনা। সে বলে ওসি, পুলিশ আমার হাতের মুঠোয়।যা বলব তাই হবে।ওকে পেইন্ডিং মামলা দিয়ে রিমান্ড আনা হবে।কখনও জামিন পাবেনা।ঘর ছাড়তে বল। ওসি তদন্ত বলেন,আসামীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।