শুক্রবার ● ১৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » বড় ভাইকে হত্যার পর ছোট ভাইয়ের থানায় আত্মসমর্পন
বড় ভাইকে হত্যার পর ছোট ভাইয়ের থানায় আত্মসমর্পন
পিরোজপুর সদর উপজেলায় বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর ছোট ভাই পুলিশের কাছে আত্মসমর্পন করেছে। শুক্রবার ভোররাতে উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের রানীপুর গ্রামে নির্মম এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত মো. কেরামত আলী মোল্লা (৩৫) রানীপুর গ্রামের মো. আব্দুস সোবাহান মোল্লার ছেলে। বাড়ির সামনেই তার একটি মুদি দোকান রয়েছে।
নিহতের স্বজনরা জানান, নিহত কেরামত মোটা চালের ভাত খাবে এবং তার ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম মোহাম্মাদ আলী (২৪) চিকন চালের ভাত খাবে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ভোররাতে সেহেরি খাওয়ার সময় তর্ক বিতর্ক হয়। এর একপর্যায়ে ঘরে থাকা ধারালো অস্ত্র (দাও) দিয়ে পিছন থেকে বড় ভাই কেরামত আলীকে গলায় ও বুকে কোপ দেয় ছোট ভাই মোহাম্মদ আলী। স্বজনরা আহত কেরামত আলীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে শুক্রবার সকালে ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলী পিরোজপুর সদর থানায় হাজির হয়ে তার বড় ভাইকে হত্যার কথা স্বীকার করে।
পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, সেহেরীর সময় ভাত খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাই বড় ভাইকে কুপিয়ে হত্যা করে। পরে সকালে ছোট ভাই নিজেই থানায় এসে হত্যাকান্ডের কথা স্বীকার করে। এসময় তাকে আটক করা হয়।