শনিবার ● ২৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চিত্রবিচিত্র » ডিম পাড়ছে না মুরগি, মেজাজ হারিয়ে পুলিশে অভিযোগ
ডিম পাড়ছে না মুরগি, মেজাজ হারিয়ে পুলিশে অভিযোগ
এস ডব্লিউ নিউজ: চুরি, খুন বা জখম নয়, মুরগি ডিম পাড়ছে না। তাই মেজাজ হারিয়ে পুলিশের দারস্থ হয়েছেন এক খামারি। করেছেন অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভারতের পুনে শহরে।
ওই খামারির অভিযোগ, তিনি একটি বিশেষ প্রতিষ্ঠানের তৈরি খাবার খাওয়ানোর পর তার খামারের মুরগিগুলো ডিম পাড়া বন্ধ করে দেয়।
ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের কাছে গিয়ে সেই খামারের মালিক লিখিত অভিযোগ করেছেন। শুধু তিনি একা নন, তার পাশাপাশি আরও চার খামারি তার সঙ্গে একই অভিযোগ করেন।
পরে অবশ্য সেই খাবার তৈরি করা প্রতিষ্ঠান খামারিকে ক্ষতিপূরণ দিতে চাইলে পুলিশ আর এফআইআর লেখাননি।
এই প্রসঙ্গে লোনি কালভোর পুলিশ স্টেশনের রাজেন্দ্র মোকাশি এই প্রসঙ্গে বলেন, এক পোলট্রি ফার্মের মালিক এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। তবে তিনি একা নন, আরও অন্তত চারজন একই অভিযোগ করেছেন। প্রত্যেকেই বলেছেন ওই সংস্থাটির খাবার খেয়েই তাঁদের মুরগি ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে।
এরপরই তাঁর সংযোজন, আসলে কোনও কোনও সময় কিছু খাবার মুরগিদের পছন্দ হয় না। তখনই মুরগিরা ডিম দেওয়া বন্ধ করে দেয়। এই ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এমনকী আহমেদনগরের (Ahmednagar) ব্লক পর্যায়ের Animal Husbandry Officer-এর সঙ্গেও কথা বলেন পুলিশ আধিকারিকরা। তিনিও একই কথা জানান।
তবে ওই খাদ্য প্রস্তুতকারক সংস্থা সমস্ত পোলট্রি ফার্মের মালিকদের ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ায় আর মামলা দায়ের করা হয়নি। তবে এই খবর প্রকাশ্যে আসতেই অনেকেই কিন্তু মজাও উড়িয়েছেন।