রবিবার ● ২৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ হতো না’
‘জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ হতো না’
এস ডব্লিউ নিউজঃ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা যারা বিএসএমএমইউর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স এবং কর্মচারীরা কর্মরত আছি তারা অবশ্যই সবাই সৌভাগ্যবান। কারণ জাতির পিতার নামে প্রতিষ্ঠিত একটি মহান প্রতিষ্ঠানে আমরা কর্মরত আছি। আমাদের অবশ্যই মনে রাখতে হবে জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না।’
রবিবার সকালে বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।উপাচার্য বলেন, ‘আর বাংলাদেশ না হলে আমরা সবাই আজকের এই পর্যায়ে থাকতে পারতাম না। আমাদের দায়িত্ব এবং কাজকর্ম বিভিন্ন প্রতিষ্ঠান অনুসরণ করে। তাই আমরা যেন আমাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করি।’
এ সময় বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার এ বি এম আব্দুল হান্নান এবং প্রক্টর মো. হাবিবুর রহমান দুলাল উপস্থিত ছিলেন।
এদিকে আজ রবিবার বিএসএমএমইউর উপাচার্য শারফুদ্দিন আহমেদ তার কার্যালয়ে প্রশাসনিক সভা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় বাস্তাবয়নাধীন প্রকল্প এবং সেক্টর কর্মসূচিভুক্ত ওপিসমূহের এডিপি বাস্তবায়নের অগ্রগতি সহ এক পর্যালোচনা সভায় জুম মিটিং অংশ নেন। এছাড়াও তিনি শহীদ ডা. মিল্টন হলে জার্নাল, গবেষণামূলক আন্তর্জাতিক মানের প্রবন্ধসহ প্রকাশনা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলাদাভাবে তিনটি সভায় অংশগ্রহণ করেন।