বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চিত্রবিচিত্র » পুকুরে খাবার দিতে গিয়ে নিজেই কাছিমের খাবার হয়ে গেলেন: উদ্ধার হলো কঙ্কাল
পুকুরে খাবার দিতে গিয়ে নিজেই কাছিমের খাবার হয়ে গেলেন: উদ্ধার হলো কঙ্কাল
এস ডব্লিউ নিউজ: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি মাজারের পুকুরে কাছিমকে খাবার দিতে গিয়ে পড়ে যান অজ্ঞাত এক ব্যক্তি। সেখান থেকে তিনি আর উঠতে পারেননি। একদিন পর তার বিচ্ছিন্ন মাথা ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে- পানিতে পড়ে যাওয়ার পর ওই ব্যক্তির শরীরের মাংস খেয়ে ফেলেছে কাছিম।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার অজ্ঞাত ওই ব্যক্তির বিচ্ছিন্ন মাথা ও কঙ্কাল উদ্ধার করেছে বায়েজিদ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) মো. খাইরুল ইসলাম।
তিনি বলেন, ‘মঙ্গলবার বিকেলে একটা বিচ্ছিন্ন মাথার খুলি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও কিছু পাঁজরের হাড় এবং বিচ্ছিন্ন একটি কঙ্কাল উদ্ধার করে। এসব কিছু ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।`
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে গতকাল (সোমবার) বিকেল ১টার দিকে কাছিমকে খাবার দিতে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি পানিতে পড়ে যায়। পরে তিনি আর পুকুর থেকে উঠতে পারেনি। কাছিম তার মাংস খেয়ে শরীরের বিভিন্ন হাড় আলাদা করে ফেলে।`