বৃহস্পতিবার ● ২৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় লকডাউনে নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখায় ১০ মামলায় ১৭ হাজার ৫শ টাকা জরিমানা
পাইকগাছায় লকডাউনে নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখায় ১০ মামলায় ১৭ হাজার ৫শ টাকা জরিমানা
এস ডব্লিউ নিউজ: পাইকগাছায় লকডাউনের মধ্যে রাত ৮টার পর দোকান পাট খোলা রাখায় বিভিন্ন ব্যবসায়ীকে ১০ মামলায় ১৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী লকডাউনে দোকান পাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপর আরোপিত বিধি নিষেধ কার্যকর করতে বুধবার রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত পৌর সদর, বাসস্ট্যান্ড, জিরোপয়েন্ট, সরল বাজার, বোয়ালিয়া মোড় ও নতুন বাজার সহ গুরুত্ব স্থান সমূহে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের পর দোকান পাট খোলা রাখায় ১০ মামলায় ব্যবসায়ীদের ১৭ হাজার ৫শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হোসেন। এ সময় থানা পুলিশ, আনসার ও ভিডিপি সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।