বৃহস্পতিবার ● ৬ মে ২০২১
প্রথম পাতা » সাহিত্য » বেদনাদায়ক মৃত্যু
বেদনাদায়ক মৃত্যু
বেদনাদায়ক মৃত্যু
মাধুরী রানী সাধু
মৃত্যুপুরীর নির্মম চিত্র ফুটে উঠেছে
এখন পৃথিবীতে,
স্বজন হারানো কান্নার শব্দ
বেজে উঠছে স্মৃতিতে।
সময়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে
সবচেয়ে আপনজন,
সন্তান হারাচ্ছে পিতা মাতা
আর পরিজন হারাচ্ছে স্বজন।
মৃত্যুর এই ভয়াবহ চিত্র
মন থেকে মানা যায় না,
ঘর থেকে বের হলে সে তো
ফিরে আর আসে না।
অভাবনীয় মৃত্যু যন্ত্রণা এখন
দাঁড়িয়ে দোরগোড়াতে,
সুযোগ পেলেই কেড়ে নিচ্ছে সব
পারছে না কেউ এড়াতে।
আকাশে বাতাসে কান্নার রোল
মৃত্যু হাহাকার,
সুখগুলো সব হারিয়ে গিয়ে
এসেছে বিশ্বে মন্বন্তর।
এমন মৃত্যু পৃথিবীর বুকে
সত্যিই হৃদয় বিদারক,
সবকিছু থাকতেও মানুষ হয়েছে
নিয়তির কাছে অপারক