বৃহস্পতিবার ● ৬ মে ২০২১
প্রথম পাতা » সারাদেশ » আবারও চালু বরিশাল বাসদের ‘মানবতার বাজার’
আবারও চালু বরিশাল বাসদের ‘মানবতার বাজার’
এস ডব্লিউ নিউজ: বরিশালে দ্বিতীয়বারের মতো চালু হয়েছে ‘মানবতার বাজার’। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার ৬ মে বেলা ১১টায় অমৃতলাল দে কলেজ মাঠে এ মানবতার বাজারের উদ্বোধন করেন বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমন এবং সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।এই মানবতার বাজার থেকে বরিশালের দুস্থ অসহায় শ্রমজীবী গরিব মানুষদের চাল, ডাল, আটা, আলু, তেল, পেঁয়াজ, সেমাই, চিনি ও দুধ সরবরাহ করা হয়।
বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বরিশালটাইমসকে জানান, করোনা দুর্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
গত বছরও করোনাকালে একইভাবে দরিদ্র শ্রেণির মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে এই রাজনৈতিক দলটি।