মঙ্গলবার ● ১১ মে ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাংবাদিক ভাইকে কুপিয়ে জখম; ৪ আসামী আটক
পাইকগাছায় সাংবাদিক ভাইকে কুপিয়ে জখম; ৪ আসামী আটক
পাইকগাছা প্রতিনিধি ॥ খুলনার পাইকগাছায় হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের ভাইকে কুপিয়ে জখম মামলায় ৪আসামীকে সোমবার পুলিশ আটক করে আদালতে প্রেরণ করেছে। উপজেলার নাছিরপুর গ্রামের মৃত সত্যেন্দ্রনাথ সাধু ছেলে অভিজিত (৪০), মৃত মহসিন ছেলে সৈয়দ আজিম (৪৫), মৃত তুষারকান্তি সাধু স্ত্রী সীতা রাণী সাধু (৪৮) ও কাশিমনগর গ্রামের উমান আলী সরদার ছেলে আ. রাজ্জাক সরদার (৪৪)কে পুলিশ আটক করে।
মামলা অভিযোগ সূত্রে, উপজেলার কপিলমুনি মে শনিবার সকাল সাড়ে ৯টায় সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টুর বাড়ীতে প্রবেশ করে গাছপালা কর্তণ করতে থাকে দুর্বৃত্তরা। এ সময় বাঁধা দিলে ভূমিদস্যু অভিজিত সাধুর হুকুমে সৈয়দ আজিম, আ. রাজ্জাক সরদার, সীতা রাণী সাধু সহ ৫-৬ জন দুর্বৃত্ত দেশী অস্ত্রে দিয়ে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। দুর্বৃত্তরা সাংবাদিকের গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ হত্যার চেষ্টা করে। তাদের আতœচিৎকারে সাংবাদিকের কাকারা এগিয়ে এলে তাদের কেউ লোহার রড দিয়ে আঘাত করে। এমন কি এ সময় ঠেকাতে গেলে সাংবাদিক মাতাকে শ্লীলতাহানী সহ তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণ চেন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। সাংবাদিক বসত বাড়ি ভাংচুর সহ ব্যাপক ক্ষতি সাধন করে চলে যায়। এ সময় তাদের চিৎকারে পাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা জীবননাশের হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত সাংবাদিকের ভাইকে তাৎক্ষণিক পাইকগাছা সরকারি হাসপাতালে ও বাকীরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় সাংবাদিক মিন্টু ৪জনের নাম উল্লেখ করে ঐ দিন রাতেয় থানায় অভিযোগ করেন এজার নং-১০/১২৫। মামলা তদন্ত কর্মকর্তা কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর দেবাশীষ দাশ জানান, সোমবার আসামীদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।