মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছার ওসি আশরাফের অপসারণ দাবীর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ
পাইকগাছার ওসি আশরাফের অপসারণ দাবীর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ
পাইকগাছার ওসি আশরাফের অপসারণ দাবীর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ
নিজস্ব প্রতিনিধি ॥
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেনের অপসারণ দাবীর প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন সহ সচেতন এলাকাবাসী। উল্লেখ্য পৌর নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপি নেতৃবৃন্দ ওসি আশরাফ হোসেনের অপসারণের দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলীপি প্রদান করে। একজন দক্ষ পুলিশ অফিসারের বিরুদ্ধে বিএনপি’র নেতৃবৃন্দের এ ধরণের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, বর্তমান ওসি যোগদানের পূর্বে উপজেলার সর্বত্রই মাদকের ছড়া-ছড়ি ছিল। যোগদানের পর তিনি মাদকের বিরুদ্ধে রিতিমত যুদ্ধ ঘোষনা করে মাদক সেবক ও সরবরাহকারীদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নিয়েছেন যার ফলে বর্তমানে এলাকা থেকে মাদক নির্মূল হতে চলেছে। পাইকগাছা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মিহির বরণ মন্ডল জানান, একটা সময় ছিল যখন কলেজ ক্যাম্পাস সহ সর্বত্রই বখাটেদের উৎপাত লক্ষ্য করা যেত। অনেক ক্ষেত্রে মেয়েরা স্কুল কলেজে আসার সময় ইভটিজিংয়ের শিকার হত। বর্তমানে বখাটেদের উৎপাত নেই বললে ভূল হবেনা বলে তিনি জানান। উপজেলা পরিষদের প্রতিটি আইন শৃংঙ্খলা সভায় বিভিন্ন স্তর থেকে ওসির ভুষয়ী প্রশংসা করা হয় বলে মন্তব্য করেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দাউদ শরিফ। অনূরুপ ভাবে ওসির অপসারণের দাবীর বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন সভাপতি সম্পাদক বৃন্দ। বিবৃতি দাতারা হলেন উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক মলঙ্গী, পৌর সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত, সুশিল কুমার সানা, বেনজির আহম্মেদ বাচ্চু, সরদার গোলাম মোস্তফা, সাধন কুমার ভদ্র, ইকবাল হোসেন খোকন, দিবাকর বিশ্বাস, প্রদীপ মহলদার, নির্মল মন্ডল, শিবপদ মন্ডল, আবুল বাসার বাবুল সরদার, মান্নান গাজী, আলহাজ্ব গোলাম মোস্তফা, বিভূতি ভূষন ঢালী, পরিমল চন্দ্র অধিকারী, আব্দুল হাকিম গোলদার, শংকর দেবনাথ, এসএম আনিছুর রহমান, গাজী মিজান ও জয়দ্রত বাছাড়।